Destination: স্বপ্নের শহর'সিলেট'।
হাফেজ আহমাদ
আমার প্রিয়তম স্ত্রী'রাজিয়া সুলতানা'র সাথে। ওর নাকি স্বপ্নের শহর 'সিলেট'! বিয়ের পর থেকে অদ্যবধি শুধুই একটি চাওয়া, চায়ের রাজ্যে হারিয়ে যাবে, সোয়াম্প ফরেস্ট রাতারগুল, মাধবকুন্ড,মাধবকুন্ড জলপ্রপাত, ভোলাগঞ্জ সাদাপাথর, লালাখালের লাল পাহাড়, জাফলং, স্বচ্ছ পানির পাথরের দেশ'বিছানাকান্দি' আরো কত কি! স্প্নকে বাস্তবায়নের লক্ষে একবার এগোচ্ছি, আবার পেচাচ্ছি! স্বপ্ন মনে হচ্ছে অপূরণীয়! তবুও আশায়-প্রত্যাশায়!!
Copyright © The Daily Star 2023