প্রকৃতির সাথে হয়তো মিশে যেতে পারবো না, তবুও অল্প সময়ের জন্য হলেও যান্ত্রিক শহর থেকে প্রিয় মানুষকে সমুদ্র ও প্রকৃতির স্বাদ দিতে পারব।

এন্টন চাকমা

আমার বন্ধু, প্রতিটি বাঁধার অনুপ্রেরক, শত কষ্টগুলোর মাঝেও একমুঠো হাসির অংশীদার প্রিয় ক্যামিলি চাকমা। হয়তো থাকে ইচ্ছে করলেও কোনকিছু পূরণ করে দেওয়ার সামর্থ্য আমার নেই, সে শুধু চোখ বুজে সবকিছু মেনে নেয়। আমার কাছে থেকে কিছুই পাবে না জেনেও আমার পথসঙ্গী হয়ে হাঁটছে।

শেয়ার

Copyright © The Daily Star 2023