স্মৃতির প্রান্তের পাতায় লিখা থাকবে

MD Shafayat Ullah

ভাইয়ের সাথে। নীলগিরি-থানচি যাওয়ার সময় মেঘ পাহাড়ের খুনসুটি আর পায়ের নিচ দিয়ে মেঘের চলে যাওয়া দেখে মনে হবে যেন কবিতার মতন ছন্দে দৃশ্যগুলো আসছে। ওই যে মেঘের আড়ালে পাহাড় লুকিয়ে আছে, ওই যে ঝরনার গান শোনা যাচ্ছে নদী বয়ে যাচ্ছে আঁকাবাঁকা আর পাথরগুলো যেনো প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে তার সৌন্দর্যকে অনন্য করার জন্য। মুহূর্তগুলো এরকম ভাবে কাটাবো যেনো রং তুলিতে আঁকা ছবি একটার পর একটা দেখছি।

শেয়ার

Copyright © The Daily Star 2023