মো সোলাইমান হোসেন
ভ্রমণ তো আমরা কতই করি, মাকে সঙ্গে রাখা হয় কয়জনের? এইবার মাকে নিয়ে যেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার মত - মনে করো, যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে, মা, চ’ড়ে দরজা দুটো একটুকু ফাঁক ক’রে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ‘পরে টগবগিয়ে তোমার পাশে পাশে আমার মা কখনো বিমান ভ্রমণ করেননি। অনেকবার ভেবেছি মায়ের এই ইচ্ছাটা পূরণ করব, হয়ে উঠেনি। ভালোবাসা দিবসে মা কে নিয়ে একটা টুর হলে মন্দ হয় না। মায়ের চেয়ে ভালোবাসার আর কেউ হয় নাকি!
Copyright © The Daily Star 2023