মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাই

মোঃ রুবাইয়াদ ইসলাম

আমি আমার ভালোবাসার মানুষটির সাথে সাজেকের মেঘে ঢাকা দিগন্ত ছুঁয়ে দেখতে চাই‌। সেখানে গিয়ে আমরা হারিয়ে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মায়ায়‌। আমাদের মাঝে অনেক গল্প খুনসুটি হবে। আমাদের মাঝে থাকবে না কোন বাঁধা। আমার বুকে প্রিয় মানুষটিকে রেখে সেখানে বসে শোনাতে চাই হাজারো গল্প। গল্প আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমাদের আর কোন কিছু মনে থাকবেই না। সন্ধ্যা নামার আগ মুহূর্তে সূর্যের মায়াবী চেহারায় বিষণ্ণ হয়ে উঠবে আমাদের মন। মনে হবে এরই মাঝে হারিয়ে ফেলেছি অনেকটা মুহূর্ত। কিছুটা বিষণ্ণতা নিয়ে কফির কাপে চুমুক দিতে চাই। তারপর সন্ধ্যায় পাহাড়ের চূড়ায় বসে প্রিয় মানুষটিকে শোনাতে চাই তার পছন্দের একটি গান। রাতের ঘুম শেষে ভোরবেলায় সূর্যি মামার উপস্থিতি দেখতে রুমের বাহিরে আসবো দুজনেই। এরপর আবার জীবনযুদ্ধে নামার জন্য নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবো। এভাবেই সমাপ্ত হবে আমাদের ভালোবাসা দিবস।

শেয়ার

Copyright © The Daily Star 2023