মো: তরিকুল ইসলাম
প্রিয় শ্রাবণী, এই ব্যস্তময় সময় আর আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা কর্মময় জীবন আর ভালো লাগেনা। ধরো, সমুদ্রের বিশাল সুনীল জলরাশি এসে আছড়ে পড়ছে সেইন্ট মার্টিনের কোলে। তারই ধার ঘেঁষে হেঁটে চলেছি আমরা। তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে, পায়ের সাথে পা মিলিয়ে আমাদের প্রেমময় ছবি এঁকে যাচ্ছি বালিতে। সাগরের ঢেউ আর প্রবালের নরম ছোঁয়া যেন আরো রঙ্গিন করছে আমাদের সময়গুলো। তুমি ক্লান্ত হলে ছাঁয়ায় একটু জিড়িয়ে নিবো। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিবো আর কাঁধে হাত রেখে তোমার ভরসা হবো। সারাদিনের ক্লান্তি শেষে স্মৃতিময় ভরাট হৃদয় নিয়ে পাখির নীড়ে ফেরার মতই আমরাও ঘরে ফিরব। সাগরের সাথে আকাশ যেখানে মেলে, সেখানেই সূর্যটা তোমার ললাটে পড়া লাল টিপের মতই নিবে যাবে। থাকব শুধু তুমি, আমি আর সেইন্ট মার্টিন। কেমন হবে বলোতো প্রিয়তমা!
Copyright © The Daily Star 2023