সমুদ্রের সান্নিধ্যে আমরা হবো সামুদ্রিক

এস কে শাহরিয়ার

জোছনা ভরা দিগন্তবিস্তৃত আকাশের নিচে আমরা হাতে হাত জড়য়ে বসে থাকবো সমুদ্রের সীমানা ধরে। সমুদ্র চাঁদের আকর্ষণে রাতভর ভালোবাসার জোয়ার তুলবে, আর সে জোয়ারের জলে ভেসে যাবে আমার সঙ্গীনীকে ভালোবেসে দেয়া একগুচ্ছ রজনীগন্ধা। আমাদের মনেও সামুদ্রিক ভালোবাসার জোয়ার আসবে৷ আমার সঙ্গীনীর খোলা চুলে সমুদ্রের হাওয়া তুলবে অজানা এক সুরের মূর্ছনা। সে সুরের মূর্ছনায় আমার দেহ মন জুড়িয়ে যাবে, স্বাদ জাগবে সমুদ্রদের প্রেমিকার সঙ্গে আমার প্রেমিকার সাথে তুলনা করার৷ কাজেই আমি চাঁদের দিকে মুখ করে মাথা এলিয়ে দেবো আমার নিকটতম চাঁদের কোলে। সে চাঁদ হাসবে, আমি অবাক হয়ে দেখবো আকাশে দুটো চাঁদ, তারপর দীর্ঘ স্তব্ধতা৷ সমুদ্রের গর্জনে ঘোর ভাঙবে আমাদের৷ রাতজাগা পাখিদের ডাক মিশে যাবে তটরেখায়৷ আমাদের দুজনের রাতের শেষ হবে দিগন্তরেখায় ঢেউ ছাপিয়ে আসার মেঘভাঙা ভোরের প্রথম আলোয়। আমার প্রেমিকার ভেজা পায়ের সোনালী নুপুর সকালের আলোয় ঝিলমিল করে উঠবে, আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠবে সে নুপুরের অধিকারিণী। দূর দক্ষিণ হতে সকালের সামুদ্রিক হাওয়া আমাদের নির্মল করে দিতে অকস্মাৎ বইতে শুরু করবে । পথভ্রষ্ট ছোট্ট একটি লাল কাঁকড়ার ছানা জানাবে আমাদের সমুদ্র প্রাণবন্ত।সকালের সোনারোদেই আমরা জলকেলি করতে নামবো সমুদ্রের সান্নিধ্যে সামুদ্রিক হয়ে, উজার করা ভালোবাসায়, একসাথে, হাতে হাত রেখে।

শেয়ার

Copyright © The Daily Star 2023