নীলগিরির মায়ায়

Mohammad Nasir Khan

আমি আমার স্ত্রীকে নিয়ে বান্দরবান ভ্রমণে যেতে চাই। সংসার জীবনে ব্যস্ততার চাপে অনেকটাই পিষ্ট। জীবনের রংগুলো যেনো শুকিয়ে ফ্যাকাসে হয়ে যাচ্ছে। একটু স্বস্তি এবং অবকাশ লাভের জন্য মন ছুটোছুটি করছে। আবহাওয়া এবং বায়ু পরিবর্তন অত্যাবশ্যক। এই সুযোগে যদি বাংলাদেশের দার্জিলিংখ্যাত নীলগিরি ভ্রমণ করে আসতে পারি, তা হবে জীবনের গতি সচল করার অনন্য জ্বালানির মতো। দিগন্তজোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরিতে বিমোহিত হতে চাই আমরা, ছুঁয়ে দেখতে চাই এক টুকরো মেঘ। প্রকৃতির অপার সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যাবো আমরা, একাকার হয়ে যাবো দু'জন দু'জনাতে। মুছে যেতে বসা জীবনের রং যদি তাতে আবার ফিরে পাই; হোক নীল, সবুজ, ধূসর কিংবা কালো, সে-ই ভালো, সে-ই ভালো.....।

শেয়ার

Copyright © The Daily Star 2023