বাবার সাথে সৃতিচারণ

shathi Rahman

এই ভ্যালেন্টাইনে আমি বাবাকে নিয়ে যেতে চাই সেন্টমার্টিন। ঘুড়িয়ে নিয়ে আসতে চাই বাবার মতে বিশাল মনের অধিকারী ঔ সচ্ছ বিশাল সমুদ্র সৈকতে। মা মারা যাওয়ার পর বাবার কাছে শিখেছি, হাজার কষ্টের মাঝে নিজের সন্তানের সুখের জন্য কিভাবে হাসতে হয় ♥️ শিখেছি কিভাবে নিজের জন্য নয় পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিতে। তাই চাই বাবার জন্য ছোট্ট উপহার, যেখানে বাবাকে আমি চাঁদ মামার কবিতা বলে ঘুম পাড়াবো। হারিয়ে যাবো,,, বিশালতায়

শেয়ার

Copyright © The Daily Star 2023