সমুদ্রের মায়ায় নেটওয়ার্কের বাইরে হারিয়ে যেতে চায়

Farzana Akhter

আমার অর্ধাঙ্গ অর্থাৎ আমার স্বামীর সাথে। আমার খুব শখ প্রিয় মানুষটির হাত ধরে সমুদ্রের নীল জল দেখতে দেখতে তপ্ত বালুতে হাঁটতে। প্রিয় মানুষটির চোখে চোখ রেখে সমুদ্রের পাড়ে এক মোহনীয় বিকেল উপভোগ করতে। পূর্ণচন্দ্র যখন রাতের আকাশে তখন তাঁর পাশে বসে সমুদ্রের গর্জন শুনতে এবং মৌসুমী ভৌমিকের গান 'আমি শুনেছি সেদিন তুমি' গানটি শুনতে। সারাটা রাত সমুদ্রের পাড়ে কাটিয়ে দিতে ইচ্ছে করে প্রিয় মানুষের হাতে হাত রেখে, কাঁধে মাথা রেখে।

শেয়ার

Copyright © The Daily Star 2023