মোহাম্মদ সাজ্জাদ হোসেন
আলহামদুলিল্লাহ যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি প্রায় ১৬ বছর হলো আমাদের সংসারের। ১টি ছেলে সন্তানও আছে। তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরার স্বপ্ন। কিন্তু বাস্তবতা তা হতে দেয়নি। ছোট একটি ব্যবসা করে ঢাকায় আমাদের বসবাস। কিন্তু কখনও আমার স্ত্রী আমাকে মুখ ফোটে বলেনি সে ঘুরতে যেতে চায়। কিন্তু আমি তার মনের কথা বুঝতে পারি। তার অনেক স্বপ্ন বান্দরবন যাওয়ার। বিভিন্ন সোস্যাল মিডিয়াতে বান্দরবন এর সে ছবি দেখে পাহাড়ের । তাই আমার ইচ্ছা আমার স্ত্রী কে নিয়ে তার স্বপ্নের বান্দরবন এ নিয়ে ঘুরার। তাকে নিয়ে পাহাড়ে যাওয়ার, তার স্বপ্ন পূরণ করার।
Copyright © The Daily Star 2023