নিজাম উদ্দিন
অনেক দিনের ইচ্ছা ছিলো মা'কে নিয়ে কক্সবাজার এবং পবিত্র ভূমি মক্কা ও মদীনায় জিয়ারতে যাওয়ার। ২০১৮ সালে হঠাৎ সুযোগ আসে মা'কে নিয়ে পবিত্র ভূমি মক্কা ও মদীনায় সফর করার। আলহামদুলিল্লাহ একটা আশা আল্লাহ পূরণ করেছেন। এরপর থেকে আর কোথাও যাওয়ার সুযোগ -সামর্থ্য কোনটাই হয়ে উঠছে না। এবারো মনে মনে ঠিক করে রেখেছি মা'কে এবং উনার একমাত্র বোন (খালা) যারা কখনো কক্সবাজার এ যাননি তাদেরকে নিয়ে ২-৩ দিনের জন্য কক্সবাজার যাব, মা'কে নিয়ে একান্তে নিরিবিলি পরিবেশে সময় কাটাবো।
Copyright © The Daily Star 2023