Shirin Akter
ছোটবেলা থেকে মাকে কখনো দেখিনি দূরে কোথাও ঘুরতে যেতে। মন চাইলেও সাময়িক প্রয়োজনের কারণে কখনো মুখ ফুটে তা বলেন নি। সন্তান হিসেবে আমার মাকে উপহারটুকু দিতে চাই। নিয়ে যেতে চাই পৃথিবীর অন্যতম অপার সৌন্দর্য সেন্টমার্টিনে। মায়ের হাত ধরে ছোট বাচ্চার মত ঘুরতে চাই নীল জলরাশির পাশ দিয়ে। অথবা ছোট বাচ্চার মত অপার ভালবাসার ,আনন্দ, উচ্ছাস দেখতে চাই মায়ের চোখে।
Copyright © The Daily Star 2023