নস্টালজিয়ার শহরে

Forhad hossain

সেই ছোটবেলার এলেবেলে সময় থেকে বেড়ে উঠা যার হাত ধরে স্মৃতির চট্টগ্রাম শহরে তাদ হাত ধরেই আবার ঘুরতে চাই , সে আর কেউ নয় আমার আম্মু❤️। পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখে দিন শুরু করতে চাই , এই বিচ এর কাছেই তো আমার বেড়ে উঠা, এই পর নেভাল এ এসে গরম চায়ের চুমুকে সকাল বেলার মিষ্টি বাতাসে সমুদ্র দেখতে চাই, যে সমুদ্র সবচেয়ে সুন্দর দিনগুলি দিয়েছিল , এর পরে চলে যাব ভাটিয়ারী, দুপাশে সবুজ এর আহবানে আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে, চট্টগ্রাম কে ভালো না লেগে কি পারে যায় একদিকে সমুদ্রের আহবান অন্য দিকে পাহাড়ের গান❤️ ভাটিয়ারী ঘুরে দুপুরের খাবার খাবো চট্টগ্রাম এর ঐতিহ্য মেজবান এই গরুর মাংস, আজ অনেকদিন ঢাকা থাকি কিন্তু এই মেজবান এর স্বাদ ভুলতে পারিনা, কখনো চাইও না❤️। সূর্যের আলো পড়ে এলে পড়ন্ত বিকেলে সি আরবির সবুজ ছায়ায় বসে থাকতে চাই সূর্যের শেষ অস্তবিন্দু বিলীন হয়ে যাওয়া পর্যন্ত, সন্ধ্যায় লালখান হয়ে আমার প্রিয় রাস্তায় রিকশা ভ্রমণ করে বাতিঘর এর বইয়ের রাজ্য হারাতে চাই আম্মুর সাথে। যার হয়তো পুরোটা সময় অতীত রোমন্থন করেই কাটবে বউ হয়ে আসা এই শহরে আবার ফিরে এসে। বইয়ের জগৎ থেকে মুখ তুলতে তুলতে নগরীর রাতের সোডিয়াম আলোয় জেগে উঠা শহরের অন্যরূপ ধরা দিবে। সেই রূপ দেখতে দেখতে কখন যে নিয়ন আলোর ব্যস্ত শহরে মুঠোফোনে ক্লিক এ দিন শেষ হয়ে ফিরে যাওয়ার সময় হয়ে যাবে । এবার তবে ঘরে ফেরার গান, কিন্তু পিছনে রয়ে যাবে ভালোবাসাময় এই শহরের নস্টালজিয়ায় গান। হয়তো কণ্ঠে থাকবে কবে যাবো ফিরে, কর্ণফুলীর তীরে, আমার প্রিয় শহরের নীড়ে❤️

শেয়ার

Copyright © The Daily Star 2023