চিরসবুজ এর মাঝে আমরা

সম্রাট হোসেন

দেশের অনেক যায়গায় যাওয়া হয়েছে আল্লাহর ইচ্ছায়,কিন্তু শ্রীমঙ্গল ঢাকা থেকে খুব দূরে না হলেও কেন যেন যাওয়া হয়ে ওঠেনি। অনেকবার প্লান করেও যাওয়া হয়নি কখনো। এখন যেতে চাই আমি, সাথে থাকবে আমার ছোট্ট মেয়ে নূহা, যে কিনা সারাটাদিন বাবা বাবা করেই কাটিয়ে দেয় আর সাথে থাকবে আমার সহধর্মিণী। শ্রীমঙ্গল এর চির সবুজ চা বাগানে হেটে বেড়াবো আমরা ৩ জন। ছোট্ট নূহা হয়তো হাটতে চাইবেনা বার বার বলবে 'কুলে, কুলে'। তখন আবার তাকে কোলে নিয়ে হাটবো। বসন্তের দুপুর গুলো হয় অদ্ভুত সুন্দর, বাইরে রোদ কিন্তু ছায়াময় যায়গায় এক ঠান্ডা বাতাস বয়ে যায়, এমন দুপুরে রিসোর্টের বারান্দায় বসে থাকবো। নূহা সামনের মাঠে খেলবে, এ দৃশ্য কল্পনা করতেই ভালো লাগছে। শেষ বিকেলে যখন নূহা ঘুমে থাকবে শান্তা(সহধর্মিণী) কে বলবো দু কাপ চা বা কফি নিয়ে ব্যালকনিতে বসতে। রবীন্দ্র সংগীত শুনতে শুনতে পাখিদের নীড়ে যাওয়া দেখবো, দেখবো কিভাবে অন্ধকার, দিনকে আলিংগন করে নিচ্ছে। সম্ভব হলে দেখে আসবো বাইক্কা বিল, মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া বন। যেহেতু নূহার মাত্র ২ বছর বয়স তাই চা বাগানের কাছাকাছি সুন্দর একটি রিসোর্টে বেশিটা সময় কাটাতে চাই।

শেয়ার

Copyright © The Daily Star 2023