ভালবাসার রঙ বদলায় না

Raihan Uddin

প্রিয় মানুষ কে নিয়ে কম বেশি সবারই কিছু স্বপ্ন আর ইচ্ছে থাকে, মাঝে মাঝে তাকে নিয়ে ইচ্ছে করে দূরে কোথাও হারিয়ে যেতে, দিগন্ত পেরিয়ে, দূর দেশের সীমানা ছাড়িয়ে। আমিও এর ব্যতিক্রমী নই। আমার ও ইচ্ছে জাগে, ভালবাসার প্রিয় মানুষ টা কে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। মনের মাঝে একটা স্বপ্ন আছে, প্রিয় মানুষ টা কে সাথে নিয়ে সমুদ্রের নিরব গর্জন শুনবো আর দুজনের হাজারো অব্যক্ত কথা গুলো মনোযোগ দিয়ে শুনবো। দুজনের মধ্যে হবে দুষ্টু - মিষ্টি খুনসুটি। দুজন দুজনের হাত ধরে হেটে যাবো অফুরন্ত পথ। সাগরের পারে বসে আমি আর সে-ই প্রিয় মানুষ টা মিলে দেখবো রাতের বিশাল আকাশের বুকে জেগে উঠা পূর্ণিমার চাঁদ! সেই পূর্ণিমা চাঁদ কে স্বাক্ষী রেখে আমি আমার প্রিয় মানুষ কে, আমার অব্যক্ত কথা, আমার মনের গহীনে থাকে নিয়ে যে ভাবনার আনাগোনা, তা বলে দিতে চাই দ্বিধাবোধ ভেঙে! ভালবাসা বদলায় না। শুধু যৌবন ভালবাসা না। ভালবাসা তা-ই বয়সের সাথে শেষ হয় না। ভালবাসা বয়সের সাথে বাড়তে থাকে। যেমন টা তুমি আমার পুরোটা জুড়েই বাড়তে আছো, বাড়তেই আছো। ভালবাসি তোমায় অনেক জিয়ান 🖤 কি এক অন্যরকম অনুভূতি, অন্য রকম একটা মুহূর্ত! যুগ যুগ ধরে রয়ে যাবে সে-ই স্মৃতি তোমার আমার মনের কুটিরে! এ-ই আমার প্রিয় মানুষ কে নিয়ে মনের গহীনে উঁকি দেওয়া কিছু স্বপ্ন আর ইচ্ছের আনাগোনা !

শেয়ার

Copyright © The Daily Star 2023