জেরাল্ড নিও ডোরাস ডি'কস্তা
সাগরের নীল জল আস্তে আস্তে তোমার আমার পা ছুয়ে যাচ্ছে, সাগরের নীলের সাথে আমি বারবার তোমার দিকে তাকাই। শহরের লাল নীল বাতির থেকে মুক্তি নিয়ে নীল সাগরের বুকে চাদের আলো যেন মনে করিয়ে দেয় তোমার আমার এতদিনের গল্প গুলো৷ অবাক হলেও সত্যি ধীরে ধীরে সব গল্পগুলো চোখের সামনে ভেসে উঠে। সাগর পাড়ে বাসা বাধার স্বপ্ন হানা দেয়। সৈকত ঘেষে উঠানের দোলনায় শুয়ে শুয়ে আমরা দেখি জানা অজানা হাজার স্বপ্ন। ইট পাথরের চাপায় সংসার ও হাজার দ্বায়িত্ব এর চাপে আমাদের স্বপ্ন গুলো হারিয়ে যেতে যেতে উত্তাল সমুদ্র এর ঢেউ এ জেগে উঠে। সগারে ছুটে ভেসে যখন আমরা স্বপ্ন দ্বীপ এ তখনই সকল কিছুর মায়া ত্যাগ করে নিজেদের মধ্য এক অনন্ত ভালোলাগার স্থানে আবিস্কার করি৷ হয়তো এ স্বপ্ন অপূর্ণ রবে, তবু মাঝে মাঝেই দেখি যদি কোন সৃষ্টিকর্তা হঠাৎ করেই স্বপ্ন পূরণ করে দেন।
Copyright © The Daily Star 2023