টুনাটুনির কুয়াকাটা ভ্রমণ ডায়রী

AL AMIN

যেহেতু নব্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সেহেতু প্রিয় সহধর্মিণীর সাথে বাংলাদেশের দক্ষিনে কুয়াকাটার সৌন্দর্য্য উপভোগ করতে চাই। কুয়াকাটা বাংলাদেশের যতগুলো সৌন্দর্য্যপূর্ণ ভ্রমণের স্থান আছে তার মধ্যে অন্যতম। ঢাকা সদরঘাট হতে পটুয়াখালী নদী পথে যাত্রার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে। লঞ্চের বারান্দায় কফি চুমুকের সাথে নদী পথের অপরূপ দৃশ্য উপভোগ করবো। পটুয়াখালী লঞ্চ ঘাট নেমে ঐখান থেকে বাস যোগে সরাসরি কুয়াকাটা পৌচ্ছে যাব। তারপর হোটেলে চেকইন করে কুয়াকাটা সমুদ্র সৈকত উপভোগ করবো। ভোর সকালের নিরব নিস্তব্ধ সৈকতে দুইজনে সমূদ্র পাড়ে অনেকটা পথ খালি পায়ে হাটবো আর সূর্য উদয়ের দৃশ্য মুগ্ধ হবো। সেই সাথে কুয়াকাটার আরও বিভিন্ন উল্লেখযোগ্য দর্শনার্থীদের স্থান যেমন: ফাতরার বন, কুয়াটারা ‘কুয়া’, সীমা বৌদ্ধ মন্দির, দেখা যায় সোয়াচ অব নো গ্রাউন্ড, গঙ্গামতির চর, লেবুর চর এবং কুয়াকাটার সবচেয়ে সুন্দর জায়গা লাল কাঁকড়ার দ্বীপ এক সাথে ঘুরবো। ঘুরাঘুরির পাশাপাশি কুয়াকাটার স্থানীয় মুখরোচক কিছ খাবারের স্বাদও নিবো সেই সাথে কুয়াকাটার ডাব, কাঁকড়া ফ্রাই এবং সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম টেস্ট করবো। ভ্রমণ এর পর্ব শেষে স্থানীয় বার্মিজ মার্কেট ঘুড়বো কিছু কেনাকেটা করবো। তারপর সেই একই প্রক্রিয়ায় নদী পথের সৌন্দর্য্য নিতে নিতে বাড়ি ফিরবো। অসাধারণ একটা ভ্রমণের অভিজ্ঞতা আর স্মৃতিময় ভ্রমণ হয়ে থাকবে উভয়ের জীবনের স্মৃতির পাতায় চিরকাল। পরবর্তী কালে যদি আল্লাহ বাচিয়ে রাখে তবে এই স্মৃতির দিনগুলো পরবর্তী প্রজন্মের কাছে শেয়ার করবো তখন হয়তো আমি অথবা আমার স্ত্রী আবেগ আপ্লুত হয়েও যেতে পারে এই ভ্রমণ মনে করে। ধন্যবাদ আপনাদেরকে এতো সুন্দর একটা আয়োজনের জন্য। আমার এবং আমার অর্ধাঙ্গিনীর জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের আয়োজনের সফলতা কামনা করি।

শেয়ার

Copyright © The Daily Star 2023