আম্মুর ভ্রমণ সঙ্গী

সাফরিনা প্রেমা

আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো আমার আম্মু। জীবনের প্রতিটি চড়াই উৎরাইতে আমি যে মানুষটিকে পাশে পেয়েছি তিনি হলেন আমার আম্মু। আমার একটু হাসি মুখ দেখার জন্য যিনি নিজের সুখ,ইচ্ছা এমনকি নিজের জীবনটাই বিসর্জন দিয়েছেন তার থেকে বেস্ট পার্টনার আর কে হবে? আমার ইচ্ছে আছে একদিন আমি আম্মুকে পুরো বাংলাদেশ ভ্রমণ করবো। সাজেক আমার খুব প্রিয় একটা জায়গা,যদিও কখনো যাওয়া হয়নি তবে ইচ্ছে আছে আম্মুকে নিয়ে সাজেক যাবো। শহরের কোলাহল আর ক্লান্ত ভরা জীবন থেকে আম্মুকে কিছুটা সময় মুক্তি দিবো। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবো দুইজন। মেঘের খেলা দেখাবো আর আম্মুর মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ।

শেয়ার

Copyright © The Daily Star 2023