মাকে নিয়ে সমুদ্র ভ্রমণ ❤️

আনিকা রাইশা হৃদি

"মনে করো, যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে।" মাকে নিয়ে সমুদ্র ভ্রমণের স্বপ্ন ছোট থেকেই। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ একান্তই আমার মা। সমুদ্র মায়ের ভিষণ পছন্দ। আমাদের দেখাশোনা, পারিবারিক চাপে কখনো সমুদ্রে যাওয়া হয়ে উঠেনি তাঁর। আমার খুব ইচ্ছে মাকে নিয়ে সমুদ্রে ভ্রমণে যাবো। পালকিতে নয় প্লেনে চড়ে। আমার মা অবাক হয়ে মেঘের উড়ে চলা দেখবেন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখবেন। আর আমি দেখবো আমার মায়ের অবাক হওয়া দুই নয়ন। আমার মায়ের অভিভূত হওয়া আনন্দিত মুখ।

শেয়ার

Copyright © The Daily Star 2023