মেয়েকে নিয়ে আমাদের প্রথম ভ্রমণ

আলিফ মাহমুদ

বিয়ের পরে হানিমুন ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ হয়নি। প্রেগন্যান্সির সময় থেকে মেয়ের এই এক বছর বয়স পর্যন্ত বৌ কে নিয়ে দূরে কোথাও যাওয়া হয়নি।আক্ষেপ আর অভিমানের পাহাড় জমে আছে তার। যখনি বলি যে 'আমরাও যাব একদিন!' তখনই তার আক্ষেপ ঝরে পড়ে, "ছোটবেলায় আব্বুও বলতো, এখন তুমিও তোমার মেয়েকে বলতেছো।" আমি হাসি, আর ভাবি তোমার মেয়ের প্রথম বার্থডে তে এই ফেব্রুয়ারিতে ই তোমাদের নিয়ে যাব দারুচিনির দ্বীপে।

শেয়ার

Copyright © The Daily Star 2023