আমি,তুমি আর জলরাশি

Imtiaz Ahmed

যার প্রতি আমার ভালোবাসা অসীম, তাকে নিয়ে যদি সীমাহীন আকাশ পাড়ি দিয়ে সমুদ্র সৈকত ঘুরে আসতে পারি , তাহলে তা কতই না ভালো হয় । নিচে ভেজা বালি, তার উপর আমি হাটু মুড়িয়ে আসন করে বসা। আর হাত ধরে পাশে আছে আমার জীবনসঙ্গিনী । বিশাল-বিস্তৃত-দিগন্তজোড়া-অশেষ জলরাশির দিকে তাকিয়ে আমরা ভুলে যাবো অতীতের যত চিন্তা-গ্লানি আর নতুন করে হবো উজ্জীবিত, হবো আরও প্রাণবন্ত । একসাথে সূর্যাস্ত দেখার পর সৈকতের পাশেই ক্যান্ডেল লাইট ডিনার আর সে সাথে বেহালার সুরে কোন বাদক যদি আমাদেরকে তার সুরের মূর্ছনায় মাতিয়ে তুলে, তাহলে এ যেন পৃথিবীতেই স্বর্গীয় স্বাদ আমার কাছে । রাতে চাঁদের আলোর নিচে আমার প্রেয়সীর কোলে মাথা রেখে শিশুর মুগ্ধতার দৃষ্টি দিয়ে একমনে সমুদ্র পানে চেয়ে থাকাই হলো আমার প্রিয়জনের সাথে প্রিয় ট্রাভেল ডেসটিনেশনে ভ্রমনের স্বপ্ন ।

শেয়ার

Copyright © The Daily Star 2023