একদিন স্বপ্নের দিন

সরকার মোহাম্মদ হাছান আল ছাদেক (সুমন)

কটেজের জানালাটা খোলে দিতেই সকালের সোনা রোদ হুড়মুড়িয়ে ঢুকে গেল ভেতরে। তার দুষ্টু ছোঁওয়া ঝাপটা দিয়ে গেল তোমার চেখে-মুখে। তুমি আলতো করে চোখ মেললে। মিষ্টি রোদের সোনালী আভা মুহুর্তেই রাঙিয়ে দিল তোমাকে। তোমার ওই মুখ দেখে মনে হলো আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। আমারও আছে। আমি স্বপ্ন দেখি কোন একদিন বান্দরবনের হিল সাইড কটেজে রাত কাটাবো। দুর পাহাড়ের গা থেকে সুবজের চাদর বেয়ে উঠে আসা নরোম বাতাসে দুলুনি খেয়ে আমরা গল্প করবো কটেজের বারান্দায় বসে। নির্মল সন্ধ্যেটা আরো মধুর করে তুলতে আমার কাঁধে মাথা রেখে মৃদু সুরে তুমি গাইবে সেই প্রিয় গানটি। মাঝে মাঝে আমিও কন্ঠ মেলাবো তোমার সাখে। জানিনা আমার এই স্বপ্ন কোনদিন সত্যি হবে কিনা। এই দুর্মুল্যের বাজারে যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুঁরোয়, সেখানে এহেন স্বপ্ন দেখা আমাদের জন্য মোটেও উচিৎ নয়। তাইতো এই স্বপ্নের কথা বলিনি তোমাকে কোনদিন। বলিনি তোমাকে কতটা ভালোবাসি। কেননা ভালোবাসি বলা যতটা সহজ, তা প্রমাণ করা ততটাই কঠিন। জানি আজীবন আমার এই অপরাগতা বয়ে বেড়াতে হবে। আমৃত্যু পাশে থেকেও তুমি তা কোনদিনও জানবে না আমার প্রিয় লক্ষী বউটি।

শেয়ার

Copyright © The Daily Star 2023