Tasnimul Hasan Zawad
আমাদের পড়াশোনা করাতে গিয়ে সাগর-পাহাড় দেখার সময়, সুযোগ ,সামর্থ্য কোনোটাই আম্মুর সেরকম হয়নি।এ ব্যাপারে কিছু বল্লে আম্মু বলেন তুই বড় হয়ে আমাকে এসব দেখাবি।এটা সম্ভবত বাংলাদেশের অধিকাংশ আম্মুদের জন্য সত্য। যেহেতু এখনো পড়ালেখাটা শেষ করতে পারিনি তাই আমার পক্ষে তাকে কোথাও ঘুরতে নেয়া সম্ভব হচ্ছে না । বড় ইচ্ছে মাকে নিয়ে সেন্ট মার্টিন ঘুরব । এই তো ।
Copyright © The Daily Star 2023