ভালোবাসি তাই ভালোবেসে যাই।

Abu Zafar Muhammed Saleh

আমি আর স্ত্রী - প্রেম আর বিয়ের বয়স প্রায় ২৩ বছর। নিজেদের বয়স ও প্রায় তার দ্বিগুন। ৪০ পেরুলেই নাকি চালসে হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ আমাদের এখনো তেমনটা হয়নি :-) প্রতিদিনই যেন আমরা একজন আরেকজনকে আরেকটু বেশি করে ভালোবাসছি। একটু একান্তে একসাথে কাটানোর সুযোগও আমরা মিস করি না। সবসময় স্বপ্ন দেখে এসেছি দুজন সাগরপাড়ে হাটবো, ঘুরবো, বেড়াবো। সামর্থ্য ছিলোনা বলে আমাদের হানিমুন হয়নি তবে বাচ্চাদের সাথে ঘুরেছি পরে। কিন্তু স্বপ্নের সেই হানিমুন করা এখনো বাকি রয়ে গিয়েছে। ইনশাল্লাহ কোন একদিন হবে নিজেদের স্বপ্নের সৈকত সেন্টমার্টিনে!

শেয়ার

Copyright © The Daily Star 2023