তাহমিনা আক্তার সুপ্তি
সারাজীবন আমাদের ৪ ভাইবোনের দ্বায়িত্ব পালন করতে করতে, নিজেদের কথা ভুলে যাওয়া একমাত্র নক্ষত্রযুগোল আমাদের বাবা-মা। বিশ্ববিদ্যালয় বা অনেক ভাবেই আমাদের ঘুরা হয়ে গেলেও শুধুমাত্র ঘোরা হয়নি এই নক্ষত্রযুগোলের, করা হয়নি সমুদ্রবিলাস! সেদিন ঘরে বসে কক্সবাজারের ভিডিও দেখে, বাবা মহাশয় সমুদ্রবিলাসের কথা তুললে, আম্মুর উত্তর হয়, "খালপাড় গিয়ে এক দুপুর কাটায় আসো" শুনে সে হতবাক! আমার বাবা মায়ের প্রেমের বিয়ে, যদিও আমি এসম্পর্কে জেনেছি ঠিক এক যুগ পরে। দীর্ঘ ১১ বছরের প্রেমের পর তাদের এলাকা বিক্ষাত প্রেমের বিয়ে হয়। আজ তাদের ৩১ বছরের সংসার আর প্রেমের বয়স?? তা ৪২ ছুইছুই কিন্তু তাদের খুনশুটিগুলো আজও একি রকম। প্রেম বোধহয় বুড়ো হতে দেয় না, প্রেম বোধহয় বয়স বাড়তে দেয় না। তাই তো আজও তাদের প্রেম আর খুনশুটির বয়স সেই ১১ বছরের মতোই!! বাবা এক রাত ও কখনো মা কে ছাড়া থাকে না, তাই একা ঘুরতে যাবার হাজার ও সুযোগ হলেও, যায়নি। একা ঘুরবে?? একা আনন্দ করবে?? তা তো অসম্ভব!!! মা কে ছাড়া আর আনন্দ কোথায় খুঁজে পাবে? ভালবাসা দেখতেও ভাললাগে। ভালবাসায় আমরা ৪ ভাইবোন ই খুব বিশ্বাসী। কারণ সুন্দর ভালবাসা আমরা কতযুগ ধরে একদম কাছ থেকে দেখছি! তাই এই ভালবাসার দিনে আমি চাই, আমার এই নক্ষত্রযুগল করে আসুক একসাথে সমুদ্রবিলাস, উপভোগ করে আসুক একসাথে সূর্যস্নান।
Copyright © The Daily Star 2023