এক কাপ চায়ের সাথে তুমি

Saima

আমার জনাবের সাথে যেতে চাই আমার ভালোলাগার জায়গায় । পাহাড় বরাবরই সুন্দর একটি জায়গা। পাহাড় মনকে উজ্জীবিত করে। সেটা যদি হয় শ্রীমঙ্গলের চা বাগান যদি থাকো তুমি ব্যাপারটা মন্দ হয় না। আমার জীবনের সবথেকে বড় খুশির সংবাদ আমার সন্তান হবে এটাও আমি শ্রীমঙ্গলে পেয়েছিলাম। তাই এই ভালোবাসা দিবসে তোমার হাত ধরে শ্রীমঙ্গলের চা বাগানে ঘুরতে চাই আরো একবার সাথে এক কাপ চা।

শেয়ার

Copyright © The Daily Star 2023