আয়শা পারভীন বৃস্টি
আমার মায়ের প্রিয় একটি জায়গা সমুদ্র। টিভিতে দেখে দেখে মায়ের এই কক্সবাজার জাওয়ার ইচ্ছের জাগরন হয় কিন্তু মা তার ইচ্ছে মুখ ফুটে প্রকাশ করেনা। আমাদের পরিবারের কথা ভাবতে ভাবতে মা তার নিজের কথাই ভুলে গেছে, নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই যেন সংসার নামক জালে চাপা পরে গেছে। তাই আমার ইচ্ছে আমার সবচাইতে বেশি ভালোবাসার মানুষটাকে নিয়ে যদি সাগরে ঘুরে আসতে পারতাম, এই দুইটা দিন হয়তো মা তার নিজের মত করে থাকতে পারবে আর টিভিতে দেখা জিনিসগুলো বাস্তবে এসে রুপ নিবে।
Copyright © The Daily Star 2023