Rahima Akter
Zahid Hossain ১৯৯৬ সালের ঘটনা আমি তখন ঢাকার সেন্ট্রাল গভ. গার্লস হাইস্কুলে নবম শ্রেণীতে ভর্তি পড়ি। বড় ভাইয়ার এক বন্ধু আমাদেরই দুই কোচিংয়ে পড়ত। কিছুদিন পর বুঝতে পারি, ভাইয়ার ওই বন্ধু আমাকে পছন্দ করে। এর মধ্যে আমিও তাকে পছন্দ করতে শুরু করেছি। আমার বান্ধবী রিপাও ছেলেটিকে পছন্দ করে। কিন্তু রিপা তখনো তার পছন্দের কথা ছেলেটিকে জানায়নি। তাই আমি ভাবলাম আমার তো আগেই ছেলেটিকে বলে দিতে হবে। একদিন কোচিংয়ে যাওয়ার পথে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি রিপাকে পছন্দ করেন?’ ছেলেটি বলল, ‘না না। আমি তো তোমাকে পছন্দ করি।’ শুনে আমি খুশিতে আত্মহারা। আমিও আমার ইচ্ছার কথা তাকে জানিয়ে দিই। এভাবে আমাদের প্রেম শুরু হয়। কিছুদিন পর ভাইয়া জানতে পেরে আমাকে খুব বকেছেন। আমার কোচিংয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন ছেলেটি আমাকে দেখার জন্য সকাল থেকে সারা দিন বাসার নিচে বসে ছিল। সেদিন বৃষ্টিও হয়েছিল। তখন আমার কান্না আসছিল। এরপর হঠাৎ করেই তার আর কোনো খোঁজ পাচ্ছিলাম না। কিছুদিন পরে জানতে পারি, জেদ করে ছেলেটি ভাইয়ার সাথে যোগাযোগ বন্ধ করে আর দেখা করছে না। প্রায় চার বছর পর ছেলেটি এক রোজার ঈদে ভাইয়ার সঙ্গে দেখা করার কথা বলে আমাদের বাসায় এসেছিল। আমি তার জন্য টেবিলে খাবার দিয়েছি। সেদিন তেমন কথা বলিনি। পরে ভাইয়া আমার মা-বাবার কাছে ছেলেটিকে আমার পছন্দ হবার কথা জানায়। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। মহান রাব্বুলামিনের দোয়ার আমাদের দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে সুখে আছি ।
Copyright © The Daily Star 2023