মোঃ জাহিদ হোসেন
আজ থেকে ১৫ বছর আগে ডাক্তারের চেম্বার থেকে যখন বউকে নিয়ে বের হচ্ছিলাম, তখন ডাক্তার সাহেব ডেকে বললেন, ‘জাহিদ সাহেব, আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে, জিজ্ঞেস করলেন না তো!’ উত্তরে বলেছিলাম, ‘স্যার, এটা আমার প্রথম সন্তান। অনুভূতি অন্য রকম। ছেলে বা মেয়ে যা–ই হোক, সে সুস্থ থাকলেই হলো।’ ডাক্তার বলেছিলেন, ‘আই অ্যাম ইমপ্রেসড, ভেরি ইমপ্রেসড।’ বাড়িতে আসার পর অনেকেই আমাকে ও স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, ‘ছেলে নাকি মেয়ে?’ আমরা বলেছি, জানি না। ছেলে হলে আমি যতটা খুশি, ততটা খুশি মেয়ে হলেও। তবে কয়েকদিন ধরে আবার বউ দেখি মাঝে মাঝে কাঁদছে। তবে সেটা আনন্দে। এই কান্না কি সন্তান হবে সেই আনন্দে নাকি প্রথম বাচ্চা সুস্থ আছে, এই আনন্দে তা আমি জানি না। আপাতত তাকে কাঁদতে দিচ্ছি, কাঁদুক। এ রকম কান্না সুখ বাড়ায়।
Copyright © The Daily Star 2023