dalia Sharmin
চলতে চলতে,,,এতোটা পথ হেটে এসেছি,, ফিরে দেখি আর অল্প কিছু পথ বাকী,,,, এতদূর আসতে এতটুকু সময় ব্যয় হলো?? আমার দয়িত,আমায় দেখিয়েছে,,,মৌন মহান পাহাড়, সমুদ্রের গর্জন,, স্ফীত ঢেউ,, সবুজ ছায়াঘেরা চায়ের বাগান,, মনিপুরী মেয়েদের বুনন শৈলী,, সাওতাল,রাখাইন, গারো মেয়েদের ঢঙ্গী ভঙ্গি,,, পদ্মা পাড়ের টি বাঁধ,,, নীলাচল, নীলগিরি, চুম্বক পাহাড়,, রাতার গুল বন,,বিছানা কান্দি,,,,সুন্দর বনের নিশ্চুপ নিস্তব্ধতা যেখনে শুধু জলের গভীরতা,, পাড়ে হরিণের কেওড়া পাতা ভক্ষণ,, শিপ্সা নদীর শুশুক, মংলা বন্দরের ব্যস্ততা,,,আরও কত কত দেখা এই ছোট্ট জীবনে। আকাশ,, মাটি এক করেছি,,আমার সহচারীর সঙ্গে। দেখা হয়নি চোখ মেলে,, আমার পায়ের নিচের ঘাসফুলের অপরূপ সৌন্দর্য্যের। যা দেখা শিখেছি আমার গর্ভধারিণী মায়ের সাহচার্যে।আর সেই মা কিন্তু ওটুকুই দেখে ক্ষান্ত , সে পায়নি,তার সহচারীর সঙ্গে আনন্দিত ভ্রমণের অনুভব। এটা কী অপূর্ণতা নয!!!!!!এই অপূর্ণতা ঘুছিয়ে মানুষ টাকে আলোর সঙ্গে সঙ্গে করিয়ে দেযা কী আমার জন্য একটা ছোট কর্তব্য হতে পারে না। হেথা নয় হোথা নয়,,অন্যকোথা নিয়ে যাব,, তোমায় আমি, মা। হয়তো দূর দিগন্তে, হয়তো নদী বা সাগরের মোহনায়,, কিম্বা বৃষ্টির ছোয়া লাগে এমনই খোলা মাঠে,,, এতটুকুতেই হয়তো তাঁর অনেক পাওয়া হয়ে যাবে। এমন নিরব চাওয়ার উত্তর দিতে পারলে আমার ছোট্ট পরিধির ব্যপ্তিকাল পূর্ণতা পেত,,,আর আমার গর্ভধারিণী মা হয়তো এতটুকু প্রশান্তি পেত।
Copyright © The Daily Star 2023