মায়াবী মেঘেদের দেশে দুজনে

এস কে শাহরিয়ার

মিঠে রোদ্দুর মাখা ভোরে, আমারা জিপে করে, সাপের মতোন আঁকাবাঁকা পথ ধরে, পাড়ি জমাবো, অনেক দূর থেকে হাতছানি দিয়ে ডাকা পাহাড়টিতে । মেঘেদের সীমানা ছাড়িয়ে আমরা উঠে যাবো আরো উঁচুতে । তারপর ছোট্ট ছিমছাম মাঁচার মতোন এক পাহাড়ি কুঠিরে সাজিয়ে নিবো আমার সাদাকালো ভালোবাসার ঘর৷ তুমি দুহাতে জানালা মেলে দিয়ে দাঁড়িয়ে থাকবে দূর থেকে ধেয়ে আসা মেঘেদের ছুঁয়ে দিতে, আর আমি ছুঁয়ে দিবো মেঘেদের রাণীর সিগ্ধ কাজল-কালো চুল৷ হঠাৎ মেঘেরা খুব করে পৌঁছে যাবে আমাদের কুঠিরের সীমানায়। তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়তে থাকবে রিনিঝিনি সুর তুলে, সাথে থাকবে মন উতলা করে দেয়া মাতাল হাওয়া, হাওয়ার সাথে মাটির সোঁদা গন্ধ। আমরা দুজন ছুটে যাবো আমাদের ছোট্ট কুঠিরের রোয়াকে। তারপর বৃষ্টিভেজা শালিকের মতো আমরা হাতধরাধরি করে দেখবো মেঘের আকাশ, দূরের পাহাড়ের আবছায়া অবয়ব। সাদা দুপুর কেটে যাবে আমাদের, বাঁধনহারা পাগলামিতে৷ তারপর ঝুপ করে নামবে পাহাড়ি সন্ধ্যা। আমি তোমাকে উষ্ণ চাদরে মুড়িয়ে দেবো আর রোয়াকে জ্বালিয়ে নিবো দুটো মশাল বাতি৷ তারপর ক্লান্ত পথিকের মতোন আমরা এলিয়ে পড়তো রোয়াকের ওপর। উন্মুক্ত রাতের নক্ষত্রখঁচিত আকাশ থেকে ভালোবাসা ঝরে পড়তে থাকবে রাতের জোনাকি হয়ে। জোনাকিরা তোমার কালো চুলে আলোর খোপা হবে, তোমার কপালের ঝিকিমিকি টিঁপ হবে। আমি অকস্মাৎ বাঁশিতে বন-পাহাড়ি কোনো সুর তুলবো। সে সুরে উতলা হয়ে তুমি বলে ওঠবে, ভালোবাসি, হে আরণ্যক বাঁশিওয়ালা, তোমায় ভালোবাসি!

শেয়ার

Copyright © The Daily Star 2023