মো. শামীম হোসেন
তিন বছর আগে কোনো এক শুভ অপরাহ্নে তোমাকে প্রথমবার দেখা। আর সেই প্রথমবার দেখা কিংবা First Impression এ তোমাকে ভালোলাগা; ধীরে ধীরে সেটা রূপ নেয় ভালোবাসায়। তোমার কোমলতা আর স্নিগ্ধতায় প্রাণে আনন্দের শিহরণ বয়ে যেত। আমার চিন্তা জগতের সন্দেহ দূর করে তুমি আমার সুপরিচিতা হয়েছো। আমি কল্পনাও করতে পারিনি তুমি এই আনাড়ি ছেলেটার ভালোবাসা গ্রহণ করবে। আজ তুমি আমার বনলতা সেন, আজ তুমি আমার সুপরিচিতা। সেই শুরু থেকে কত স্বপ্ন আমাদের...। দুজন মিলে সমুদ্রের নীল জলরাশিতে সাঁতার কাটবো; হাঁটবো হাতে হাত ধরে নীল আকাশের নিচে নীল জলরাশির সমুদ্র সৈকতে। ঢেউয়ের তালে তালে আনাড়ি নৃত্যে মেতে উঠবো দুজন যেথায় সমুদ্র তার জলরাশি আর কাঁকরের মেলবন্ধনে সুর তৈরি করবে। নারিকেল জিঞ্জিরার কোমল ডাবের পানি দিয়ে তৃষ্ণা মেটাবো সমুদ্র পাড়ে বসে যখন সূর্য তীর্যকভাবে মাথার উপর এসে হানা দিবে। খুব ভোরে ঘুম থেকে উঠে আঙুলের সাথে আঙুলের মিলনে আমরা বসে বসে উপভোগ করবো লাল টকটকে সূর্যের ঘুম থেকে ওঠার সেই চির আকাঙ্ক্ষিত মনোরম দৃশ্যের। নীল জলরাশির সমুদ্র পাড়ে বসে গল্পে মেতে উঠবো দুজন আর মাঝে মাঝে তোমার কপালে চুম্বন এঁকে হাসি-আনন্দে কাটিয়ে দিবো ঘণ্টার পর ঘণ্টা। কখনও আবার সমুদ্র তীরে বালি দিয়ে তৈরি করবো বালির প্রাসাদ; আর ঢেউয়ের সাথে লুকোচুরি খেলায় মেতে উঠবো দুজনে। তোমার বুকে মাথা রেখে শেষ বিকেলে পড়ন্ত সূর্যের সূর্যাস্ত উপভোগ করবো আর গাইবো বেসুরো গান। তোমাকে নিয়ে আমার প্রতিটি ভাবনা এবং মননশীলতা রংধনুর মতো রঙিন। তোমার হাতে হাত ধরে পাড়ি দিতে চাই সাত সমুদ্র, তেরো নদী। তোমার সাথে কাটাতে চাই জীবনের স্মরণীয় সেরা মুহূর্তগুলো। সমুদ্র বিলাসে মেতে উঠতে চাই তোমার সাথে যেখানে প্রকৃতি তার অপার সম্ভার নিয়ে সঙ্গ দিবে আমাদের ভালোবাসার। তোমার স্পর্শ আর কোমল চাহনিতে আমি হারিয়ে যেতে চাই বার বার তোমারই মাঝে। আর সেটা হবে আমাদের নীল আকাশ আর সমুদ্রের মিলিত ছন্দময় কবিতা।
Copyright © The Daily Star 2023