মন ভালো করার জন্য ভ্রমণ

Robaiya Islam Femi

আমি রোবাইয়া ইসলাম ফেমি। আমি কলেজ এ পড়ি। আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অধীনে শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ এ পড়ি। ইচ্ছে ছিল ঢাকা বা বগুড়ার কোন একটা কলেজ এ ভর্তি হওয়ার। কিন্তু দূর ভাগ্য যে আমার মার ক্যানসার ধরা পড়ে। খবর টা শুনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারন পৃথিবীতে ঔ একজন মানুষ যে আমায় সবচেয়ে বেশি ভালোবাসে। আর একটা মেয়ের সবচেয়ে বড় বন্ধু হলো তার মা। আর যদি সে মার এমন একটা বড় অসুখ হয়। সে কি ভালো থাকতে পারে কখনোই পারেনা। সে দিনের পর থেকে আজ পর্যন্ত ভালো করে হাসতে পারিনা। আমি সবসময় অনেক হাসতাম আর অন্যদেরকেও হাসাতাম। আজ আল্লাহ আমার মুখ থেকে হাসিটাই কেড়ে নিয়েছে। জানিনা আমি কি আগের মতো হাসি খুশিতে ঘুড়ে বেড়াতে পারবো কিনা।আল্লাহর হাতে সবকিছু আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন হয়তো। তাই যদি আমার মার সাথে সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে আসতে পারতাম তাহলে আামি এবং আমার মার মন অনেক ভালো হতো। (আমি জানিনা আপনাদের এ গল্পটা ভালো লাগবে কি লাগবে না। ভালোবাসা দিবসে প্রিয় মানুষ ছাড়া মাকে নিয়ে কেও গল্প লিখে। আমার উত্তর এ আমি বলব ভালোবাসা শুধু একটা ছেলের সঙ্গে হয়না। তারচেয়ে বড় তার জন্মদাএী মার সাথে ও হয়। আমার গল্পটা হয়ত সবার গল্প থেকে আলাদা। আপনারা খুঁজবেন হয়তো বিবাহিত মানুষের ভালোবাসার গল্প প্রেমিক প্রেমেকার ভালবাসার গল্প। মা মেয়ের ভালবাসা আপনাদের চোখেয় পরবেনা। আমি জানিনা আমি উইনার হতে পারব কিনা কিন্তু উইনার হলে আমার মনটা অনেক ভালো হবে কারণ আমি অনেক সুন্দর একটা জায়গায় যেতে পারব আর আমি কখনও বিমান এও উঠিনি সেই সখটাও পুরন হবে।)

শেয়ার

Copyright © The Daily Star 2023