স্বপ্নের অজানা দ্বীপে হারিয়ে যাবো দুজন

Faisal Mahmud Saurav

আস্সালামুআলাইকুম। আমার অনেক দিন এর স্বপ্ন আমার বউকে নিয়ে ঘুরতে যাবো বাংলাদেশ এর একমাত্র প্রবল দ্বীপ Saint Martin আইল্যান্ড এ। দুজনে মিলে সমুদ্র তীরে কাটাবো কিছু একান্ত সময় , রাত এর অন্ধকার এ সমুদ্র এর শব্দের সাথে পায়ে পা মিলিয়ে হাটবো , দুজনে মিলে সাইকেল ভাড়া করে দাপিয়ে বেড়াবো আইল্যান্ড এর এক পাশ থেকে অন্য পাশ , দুজনে মিলে সমুদ্র পারে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করবো | লিখতে লিখতে কখন যে স্বপ্নের খুব গভীরে চলে এসেসি মনে হচ্ছে সব বাস্তব। এভাবেই স্বপ্ন নিয়ে বেঁচে আছি একদিন না একদিন পূরণ হবে ইনশাআল্লাহ।

শেয়ার

Copyright © The Daily Star 2023