মেঘ ছোঁয়ার গল্প

তাবাস্সুম নাসরিন

আমার স্বামী ও একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে মেঘ ছুঁয়ে দেখবার ইচ্ছে বেশ কয় বছরের। করোনা মহমারীর পরে পরিবার নিয়ে ঘুরতে বের হবার তেমন সময় করতে পারিনি। বিমান ভ্রমণে আকাশ থেকে মেঘদের দেখা আবার পাহাড়ের বুকে দাঁড়িয়ে মেঘ ছুঁয়ে দেবার আনন্দে বিমোহিত হতে চাই সবাই মিলে। ঢাকার ইট-পাথরের ছোট্ট খাঁচার বারান্দায় বসে ছেলেকে নিয়ে মেঘ দেখি। ছোট্ট ছেলেটা বলে , “মা, মেঘ ধরতে কেমন? শক্ত অনেক, নাকি ধুঁয়ার মতো।” টাকা জমানোর মাটির ব্যাংক এর দিকে তাকিয়ে আমি হাসি আর মনে মনে ভাবি পরিবার নিয়ে মেঘ ছোঁবার গল্প লিখেবো।

শেয়ার

Copyright © The Daily Star 2023