নীল জলের অন্তরঙ্গের সাথে সেন্টমার্টিনের প্রিয়তমা

Md. Minhaz

দেশের একমাত্র প্রবালদ্বীপের কথা লোকমুখে শুনেছি, ছবি/ভিডিওতে দেখেছি। কিন্তু, কখনোই চাক্ষুষ এই নীল জলের সুধা পান করা হয়নি। ভেবেছিলাম বিয়ের পর পরেই প্রিয়তমা স্ত্রীর সাথে প্রবালদ্বীপের তীরে জলকেলী করবো, পুর্নীমা রাতে জোছনাবিলাশ দেখবো, তীরঘেষে হাতে হাত ধরে হাটবো, দক্ষিনা হাওয়ার পরশে তার এলোকেশের মৃদু দোলা দেখবে।তার চোখে চোখ রেখে হারিয়ে যাবো দূর অজান্তে। আমি জানি আমার সেই অপেক্ষা কখনো শেষ হবে না। আমার ইচ্ছাগুলো আর কখনো সত্যি হবে না।

শেয়ার

Copyright © The Daily Star 2023