Tarek Hossain
আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ভালবাসার মানুষটি হচ্ছে আমার সহধর্মিণী, যাকে আমি নিজের থেকেও বেশি ভালবাসি। তার সাথে প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। প্রথম দেখায় প্রেমে পড়ে যায় তার। কিন্ত কোন দিন বলতে পারতাম না, আমি তোমায় ভালবাসি। মনে সব সময় ভয় আর জড়তা কাজ করত।বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন তার পথ চেয়ে বসে থাকতাম পানে। একদিন সাহস করে কথা বলে পরিচয় হয়ে গেলাম, জানলাম সে আমার ক্লাসে আমার সেইম সেমিস্টারে, একই ব্যাচ এর ছাত্রী। মনে মনে ভাবলাম ভালই হল। এর পর থেকেই আমদের মাঝে খুব ভাল বন্ধুত্ব গড়ে উঠে। প্রতিদিন আমদের মাঝে কথা হত। আস্তে আস্তে তার মনের আমার প্রতি ভালবাসার ঘুনসুটি লক্ষন দেখতে পাই। কিন্ত মনের কথা খুলে বলব কি করে কোন উপায় খুজে পাচ্ছিলাম না। সে সময়টা ছিল জানুয়ারি মাসের শেষ দিকে। মাথায় একটা উপায় আসল যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে তাই কয়েকটা দিন অপেক্ষা করি সে দিনই না মনের কথাটা খুলে বলব। আমি আমার ভালবাসা কথাটা ভিন্ন রকম ভাবে উদযাপন করতে চাইছিলাম যেমন একটু রোমান্টিক,সারপ্রাইজ গিফট দিয়ে একটা চিরকুটে ভালবাসার কথা জানাব। তাই সেই সময় কিছু গিফট কিনে সুন্দর ভাবে প্যাকিজিং করে একটা চিরকুটে ভালবাসার কথাটা লিখলাম।তারপর ভ্যালেন্টাইন্স ডে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে ডেকে নিলাম। গিফট টির সাথে এত সুন্দর ভাবে চিরকুট টি দিয়েছিলাম সবার নজর কাড়বে। তারপর সেই সারপ্রাইজ গিফট বক্সটি অন্য কারও হাতে পাঠিয়ে দিয়ে, আমি বাহিরে অপেক্ষা করি। সে ভ্যালেন্টাইন্স ডে তার প্রিয় পছন্দের গিফট পেয়ে পুরাই সারপ্রাইজড হয়ে কিছুক্ষন পরে আমাকে ফোন দিয়ে, আমিও তোমাকে ভালবাসি। আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তাই প্রতিবছর সেই প্রিয় মানুষটিকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দেওয়া অথবা ঘুরতে নিয়ে যেতে কার না ভাল লাগে। আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে কথা দিয়েছিলা যে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব কিন্ত কোন দিন সম্ভব হয়নি যদি দ্যা ডেইলি স্টার সুযোগ করে দেয় তাহলে ইনশাআল্লাহ ঘুরে আসব। অনেক মজা হবে প্রিয় ভালবাসার মানুষটি অনেক খুশি হবে। আজকে আমরা এখন স্বামী স্ত্রী। দুইটি বছর খুব ভাল ভাবে কেটেছে।আগামী দিন গুলি যেন ভাল কাটে সবার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ২০২৩ আমদের জন্য সবাই দোয়া করবেন।
Copyright © The Daily Star 2023