Shimin surovi
পৃথিবী আমাদের যত দূরে ঠেলে দেওয়ার ফন্দী আটবে, তত আমরা আসবো আরও কাছে, আমাদের এই তীব্র প্রতিবাদের নামই যে প্রেম হৃদয়ের এই অনন্ত বসন্তে ! প্রিয় হাসবেন্ড ,বিশ্ব ভালোবাসা দিবসে তোমার জন্য আমার ভালবাসা অনন্ত, পেরিয়ে এলাম গত নয় বছরের যত পিচ্ছিল সিঁড়ি আর পেরিয়ে যাবো যত শিখর, যা লুকিয়ে রাখা আছে আমাদের হৃদয়ের কুয়াশার আড়ালে....চলো সমুদ্র পাড়ে উড়ি নীলে নীলে। স্বপ্নের এই ভ্রমণ আমাদের একসাথে অসংখ্য স্মৃতি হবে যা আমাদের বাকি জীবন আনন্দে বাঁচতে শেখাবে। চলো একসাথে স্মৃতির বাক্স ভরি।
Copyright © The Daily Star 2023