সমুদ্রের ডাক

Mir Mohammed Alimuzzaman

আমার প্রিয়জন হল আমার স্ত্রী ও আমার তিন পুত্র কন্যা ওদের বয়স যথাক্রমে ১০,৭,১ বছর রাঈদ, রাফা, রাকিন। নিজে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত থাকার পরও সাধ আছে কিন্তু সাধ্যে হয়ে ওঠে না ওদের নিয়ে এয়ারে কক্সবাজার যাবার। গত ১০ মাসে মনে হয় শতবার চেক করেছি ওদের নিয়ে ঘুরে আসতে কত খরচ হবে এয়ার টিকেট কিন্তু বারবার হিসেব মিলাতে পারিনি। রাঈদ রাফা ও আমার স্ত্রীর খুব শখ আকাশ পথে ভ্রমনের তাও হয় না, মেটাতে পারিনা শত দায়িত্বের ভিড়ে। সমুদের পাশে ওদের নিয়ে কিছু মুহুর্ত কাটাতে পারার খুব ইচ্ছা হয়ত আল্লাহ কোনদিন কবুল করবেন। সন্তানদের দায়িত্বটা এমন এক বিষয় যে তাদের দিকে তাকিয়ে শত শখ ইচ্ছা অপূর্ণ ছেড়ে দিতেও দ্বিধা কাজ করে না, শুধু দিন শেষে একটা ছোট্ট দীর্ঘশ্বাস সঙ্গী। জানি এটা কাপলদের টার্গেট করা কন্টেস্ট তারপরও কেন জানি মনে হল লিখি। কারন স্বপ্নের কথা বলতে তো দোষ নাই। সমুদ্রের পাড়ে বসে থাকব আর আমার ছেলে-মেয়েরা সেখানে দৌড়াবে খেলবে সমুদ্রের পানি আর ভেজা বালি নিয়ে, বানাবে ভেজা বালির ঘর যা ভেসে যাবে কিছুক্ষণ পর জোয়ারে।

শেয়ার

Copyright © The Daily Star 2023