মেঘের বাড়ি- সাজেক ও সূর্যোদয় - এযেনো বসন্তের ভালোবাসার স্বাদ !!!

Omar Sharif

সাজেক যাবার রাস্তার তুলনা ঠিক কিসের সাথে করা যায় ভেবে পাইনা। প্রাকৃতিক রোলার কোস্টার? উঁচুনিচু, আঁকাবাঁকা, সর্পিল রাস্তা; কখনো পাহাড়ের কিনারা ঘেঁষে, কখনো মধ্য দিয়ে যাচ্ছে। এই উপরে উঠে তো এই ধাঁই করে নেমে যায়। তাজা পাহাড়ী বাতাস, শীতকালের আমেজ টের পাওয়া যায়। আমি আমার প্রিয় মানুষ কে নিয়ে কখনোই দূরে কোথাও ঘুরতে যাইনি। ভ্যালেন্টাইনস ডে এর স্পেশাল দিনটাতে আমি আমার আমার স্ত্রীর সাথে সাজেক যেতে চাই। তোমার সাথে কোনো এক অজানায় যেখানে আমরা সাদা স্নিগ্ধ মেঘগুলোকে দেখতে পাবো আমাদের চারপাশে, ছুঁয়ে দেখতে পারবো একদম কাছ থেকে। উপভোগ করতে পারবো অপূর্ব সুন্দর সবুজ প্রকৃতি। খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবো মন ভরে। অনুভব করতে পারবো আল্লাহর সৃষ্টির অপার সৌন্দর্যকে। টাকা জমানোর মাটির ব্যাংক এর দিকে তাকিয়ে আমি হাসি আর মনে মনে ভাবি পরিবার নিয়ে মেঘ ছোঁবার গল্প লিখেবো। খুব ভালো লাগবে যদি #AIRSTRA এবং #TheDailyStar এর যৌথ উদ্যোগে আমার এই ইচ্ছাটি পূরণ হয় |

শেয়ার

Copyright © The Daily Star 2023