Sahana Akter
ঘোরা হয়নি হয়নি করেও একদম কম জায়গায় যাইনি। সেদিন বসে বসে চিন্তা করছিলাম কয়টা জেলা আমার দেখা হয়েছে। সর্বশেষ ভ্রমণটা ছিল ঢাকা থেকে প্রায় ২.৫ ঘন্টার দূরত্বে মানিকগঞ্জের ঝিটাকা নামক থানায়। আমার স্বামীর সাথে যেতে চাই - দারুচিনি দ্বীপ- নারিকেল জিঞ্জিরা | নীল জলরাশির সমুদ্র পাড়ে বসে গল্পে মেতে উঠবো দুজন আর মাঝে মাঝে তোমার কপালে চুম্বন এঁকে হাসি-আনন্দে কাটিয়ে দিবো ঘণ্টার পর ঘণ্টা। কখনও আবার সমুদ্র তীরে বালি দিয়ে তৈরি করবো বালির প্রাসাদ; আর ঢেউয়ের সাথে লুকোচুরি খেলায় মেতে উঠবো দুজনে। তোমার বুকে মাথা রেখে শেষ বিকেলে পড়ন্ত সূর্যের সূর্যাস্ত উপভোগ করবো আর গাইবো বেসুরো গান। তোমাকে নিয়ে আমার প্রতিটি ভাবনা এবং মননশীলতা রংধনুর মতো রঙিন। তোমার হাতে হাত ধরে পাড়ি দিতে চাই সাত সমুদ্র, তেরো নদী। একসাথে দুইজন সেইন্টমার্টিনের সূর্যোদয় দেখার শখ শুরু থেকেই! তোমার সাথে কাটাতে চাই জীবনের স্মরণীয় সেরা মুহূর্তগুলো। সমুদ্র বিলাসে মেতে উঠতে চাই তোমার সাথে যেখানে প্রকৃতি তার অপার সম্ভার নিয়ে সঙ্গ দিবে আমাদের ভালোবাসার। তোমার স্পর্শ আর কোমল চাহনিতে আমি হারিয়ে যেতে চাই বার বার তোমারই মাঝে। আর সেটা হবে আমাদের নীল আকাশ আর সমুদ্রের মিলিত ছন্দময় কবিতা। সেন্ট মার্টিনের একটি আরামদায়ক জায়গায় একটি আরামদায়ক দিন, কিছু খুব তাজা সামুদ্রিক খাবার এবং রিসর্টের সামনের সমুদ্র সৈকত থেকে সূর্যাস্তের দুর্দান্ত দৃশ্য। রাতে হালকা সঙ্গীত এবং কফি, যখন আমরা তারা গণনা করব এবং আমাদের ভালবাসা ভাগ করে নেব। সকাল শুরু হবে নীল জলের উপর উষ্ণ রোদের অত্যাশ্চর্য দৃশ্য এবং এক মগ লাল চা দিয়ে।
Copyright © The Daily Star 2023