তুমি আমি আর সমুদ্র

Mitu islam

আমি আমার স্বামীর সাথে সমুদ্র ভ্রমণে যেতে চাই। নাম না জানা এক বালুচরে বসে আছি আমি। ঘন কালো মেঘে আকাশ ঢাকা। শিশিরকনার মত ঝরছে জল। এক কাপ চা হাতে নিয়ে তাকিয়ে আছি আমি। এ যেন কখনও শেষ না হবার মত বিশালতা। যতদুর চোখ যায় দেখি শুধু পানি আর কালো মেঘের অতল গহীনে মিসে যাওয়া। অসম্ভব মায়া মাখা এক দৃশ্য। কিন্ত প্রতিটা মুহূর্তেই ভয়ংকর গর্জন দিয়ে যখন ঢেউগুলো আছড়ে পড়ে, তখন বোঝা যায় তার হিংস্রতা। এ হিংস্রতাও যেন কোমলতায় ভরা। ঝিরিঝিরি পানিতে ভিজে যাওয়া মাথা থেকে একফোটা পানি পড়ল চায়ের কাপে। সে এক কাব্যিক দৃশ্য। চারিদিকে বইছে গায়ে কাঁটা দেয়ার মত হিমশীতল বাতাস। স্বপ্নের এ রাজ্যের আমিই যেন একমাত্র রানী আর তুমি রাজা। বালির মাঝে পায়ের আঙুল গূলো কি যেন খুজে বেড়ায়। এই প্রশান্তি যেন ব্যাক্ত করার মত না। বিধাতাকে ধন্যবাদ জানানোর কোন ভাষাই আজ আমি সেদিন খুজে পেলাম না।

শেয়ার

Copyright © The Daily Star 2023