ছোট সোনার হাত ধরে হাটবো মোরা নীল সাগরের বালুকাবেলায়

Fahmina Akter

জীবনে প্রথম সাগর দেখার স্বপ্ন পূরণ করেছিলেন আমার বাবা।দিনটি ছিল ১৩ই ফেব্রুয়ারি ২০১৬।কক্সবাজারের দৃষ্টি নন্দন সব জায়গাগুলো বাবার সাথে ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিল আমার।এর মধ্যে ছিল হিমছড়ি পাহাড়, ঝর্ণা, ইনানী বিচ সহ আরো সুন্দর সুন্দর পর্যটন স্পট। কক্সবাজারের ঐতিহ্যবাহী হরেক রকম শুটকি রেসিপির স্বাদ ও নেয়া হয়েছিল তখন।ঘুরে বেরিয়েছিলাম সাগর বীচের দোকানগুলোতে। আমার মনে পরে কক্মবাজারের বীচের পারে দাড়িয়ে আকাশে বিমান উড়ে যাওয়ার সুন্দর দৃশ্য। অতীতের সেই সোনালী দিনগুলো আর কখনোই ফিরে আসবে না।তবে প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসলেই মনে পরে যায় বাবার সাথে কক্সবাজারে ঘুরে বেরানোর সেই সুন্দর স্মৃতি। সেই নীল সাগর যেন এই সময়টাতে হাতছানী দিয়ে ডাকে।বাবা আজ বেচে নেই।তবে স্মৃতিগুলো বেচে আছে অম্লান হয়ে।বাবার হাত ধরে আর কখ‌নো সাগর দেখা হবে না তবে আমার ছোট্ট বাবাকে(আমার ছেলে তাহমীদ) হাত ধরে সাগর পারে নিয়ে যেতে চাই।দেখাতে চাই নীল সাগরের নৈসর্গিক সৌন্দর্য,দিগন্তজোড়া বিস্তীর্ণ বালুকাবেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় একেকটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ ।প্রতিক্ষায় রয়েছি আজ এই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায়। ফাহমিনা আক্তার

শেয়ার

Copyright © The Daily Star 2023