কক্সবাজার সমুদ্র সৈকত

Mahbub rahman

আমি আমার ভালবাসার প্রিয় মানুষটার সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে স্বপ্নের ভ্রমণ করতে চাই।প্রাকৃতিক সৌন্দর্যের শাণিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১২০ কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতকে স্বপ্নে ভ্রমন মনে করি l যখন আমি ও আমার স্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকতের প্রথম সাক্ষাৎ হব কি অপরুপ না দেখতে,এক নিমিষে আমাদের সকল ক্লান্তি, খারাপ লাগা ছুটে পালিয়ে গেল।বিচে দুজনে অনেক ক্ষন ঘোরাঘুরি করব।তখন খুব ভালো লাগবে আমাদের দুজনের।এরপর দুজন বিচের পানিতে নামবো,ছবি তুলব।স্পিডবোট দিয়ে সমুদ্রের মাঝে দুজন ঘুরবো।এরপর দুজন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেব। এরপর বিকালে সমুদ্র সৈকতে বসে সমুদ্রের ঢেউ শব্দ শুনবো। এবং সন্ধ্যায় দুজন দুজনের হাত রেখে সূর্যাস্ত যাওয়া দেখব। এটাই আমি স্বপ্নের ভ্রমণ মনে করি।❤❤❤❤❤❤❤❤

শেয়ার

Copyright © The Daily Star 2023