শ্রীমঙ্গল ভ্রমন

Mohua Sultana Juthi

প্রিয়জন মানে আমার ভালোবাসার মানুষ আমার হাজিবেন্ড কে নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার ইচ্ছে আমার বহুদিনের। চায়ের রাজধানী শ্রীমঙ্গল। যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। সেই সবুজের মাঝে হারিয়ে যেতে চাই আমার ভালোবাসার মানুষের হাতটি ধরে। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্যর মাঝে ও আবার নতুন করে প্রেমে পড়তে চাই তার। শ্রীমঙ্গলের চিরসবুজের শোভা আর বৃষ্টিস্নাত পাহাড়ি সৌন্দর্য দেখার ইচ্ছে জেনো বারবার হাতছানি দেয়। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। চা বাগান ঘেরা শ্রীমঙ্গল, যেদিকে চোখ যায় উঁচু নিচু পাহাড়, পাহাড়ের বুকজুড়ে চা বাগানের সারি, পাহাড়ি ঝরনা, চারদিকে প্রকৃতির নজরকাড়া সৌন্দর্য, হাজার প্রজাতির গাছ-গাছালি, দিগন্তজোড়া হাওর আর নীল জলরাশি ঢেউয়ের ছন্দে প্রাণ জুড়িয়ে যায়। চা-শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি। প্রিয়জনের হাতটি ধরে চা খেতে খেতে সুন্দর একটি বিকেল উপভোগ করতে চাই।

শেয়ার

Copyright © The Daily Star 2023