Taslima akter liza
নীলাচলের সুর্যোদ্বয় কিংবা সুর্যাস্ত, মাথার উপর দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের পুঞ্জ, দূরের ওই পাহাড় উপভোগ করতে চাই আমার প্রিয় জীবনসঙ্গীর সাথে। আমাদের এই ব্যাস্ত তম দিন গুলোতে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে মনে দুজন মিলে যদি দূরে কোথাও হারিয়ে যেতে পারতাম । হারিয়ে যেতে চাই পাহাড়ের সাথে মেঘের মেলবন্ধন দেখতে দেখতে । সাথে অবিরাম বর্ষার শব্দ,সবুজের সমারোহ,ঝর্ণা ও সরোবরের নিস্তব্ধতা। এই হারিয়ে যাওয়া অনেকদিন আর হয়ে উঠছে না ! ভ্রমণের সুখ স্মৃতিচারণে। তাই স্মৃতির পাতা ভাগ করে নিতে ইচ্ছা করছে ।
Copyright © The Daily Star 2023