...তোমার সাথে সুগন্ধা বিচে সূর্য অস্ত...

Asif Abir Khan

...তোমার সাথে সুগন্ধা বিচে সূর্য অস্ত... অবন্তীদের ফ্যামিলি আমাদের দূর সম্পর্কের আত্নীয় হয়। দূর সম্পর্কের হলেও ওদের সাথে আমাদের বেশ সখ্যতা ।ছোট থেকে ওর সাথেও বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছিলো আমার। সেই সখ্যতা থেকেই কিভাবে যে এঙ্গেজমেন্ট পর্যন্ত গড়িয়ে গেল তা বুঝতেই পারলাম না। তো যাইহোক গত বছরের জুন মাসে আমাদের দুই ফ্যামিলির সম্মিলিত মতে আমাদের এঙ্গেজমেন্ট হয়। খুব শীঘ্রই অনুষ্টান হবে। অবন্তী মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞাস করে কিছুদিন পরেই তো অনুষ্টান তো হানিমুনে আমাকে কোথায় নিয়ে যাবা শুনি।আমি মুচকি হাসি দিয়ে কথা ঘুরিয়ে ফেলি আর মনে মনে ভাবি সেটা না হয় সারপ্রাইজই থাক। ছোট করে আজকে সেটাই শেয়ার করবো এখানে.... ..... ..... অনেক থেকেই দেখে এসেছি পানির প্রতি তোমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। তাই চিন্তা করে রেখেছি হানিমুনের ডেসটিনেশন এমন জায়গায় সিলেক্ট করবো যাতে তুমি পানির স্যানিদ্ধ্য পাও। সেই ক্ষেত্রে কক্সবাজার বেস্ট ডেসটিনেশন হবে । খেয়াল করেছি স্লিপার কোচের বাসে যাত্রা করার প্রবল ইচ্ছা তোমার। ফ্লাইটে যাওয়ার চিন্তা আগে থেকে করে থাকলেও তোমার ইচ্ছায় স্লিপার কোচেই যাবো আমরা।....... দরকার হলে সবার পেছনে গিয়ে বসব তবুও আমি জানালার পাশের আসনটায় বসব- যাত্রাকালে মোটামুটি এই নিয়মই আমি ফলো করে থাকি। এতদিনকার যত যাত্রা তার সবই ছিল একগাদা বন্ধু সহ ছুটে চলা। আর এইবার হবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, দুটো টিকেট, সহযাত্রী মাত্র একজন, কিন্তু আসল ঘটনা হল জানালার পাশে বসার সুযোগ সম্ভবত আমি হারিয়ে ফেললাম চিরদিনের জন্য অথবা অন্যভাবে বললে বলা যায় এইটায় মনে হয় স্বাভাবিক নিয়ম।স্লিপার কোচের জানালার পাশে শুয়ে আশা করি খুব ভালো একটা ফিল পাবে তুমি। কক্সবাজারে ঘুরতে যাওয়া ছাড়াও বিভিন্ন কাজের তাগিদে কয়েকবার গিয়েছিলাম।বেশ ভালোই চিনে ফেলেছি শহরটা। কয়েকটা হোটেল দেখে রেখেছি যেগুলো একদম সমুদ্রের বিচ ঘেঁষে। রুমে বসেই তুমি যাতে সমুদ্র দেখতে পারো, জলের ঢেউগুলোর শব্দ মন মাতাল করে দিবে তোমায়।এমনই একটা হোটেলে উঠবো আমরা। হয়ত তুমি অধির আগ্রহে অপেক্ষা করবে,কখন সেই সীমাহীন জলরাশির বাঁধনহারা শব্দ,কান ভেদ করে আমাদের চোখের সামনে হাজির হবে! তুমি তো সমুদ্র দেখোনি আগে একটা অতিরিক্ত উচ্ছাস তোমার থাকবেই সেই অপূর্ব,বিশাল মনের অধিকারী,মোহময়ী রূপ স্বচক্ষে দেখবে বলে। তোমার চোখদুটো স্থির হয়ে যাবে,ভাবতেই পারবে না সমুদ্র এত সুন্দর হয়!ঢেউগুলো আসবে যাবে আর মনে মনে আমরাও ওদের সঙ্গে ভাসবো।কি তার রূপ!কি তার শব্দ!......... বিশাল সমুদ্রের জল যখন তোমার পা ছুয়ে দিয়ে চলে যাবে আমি অবলা দৃষ্টিতে তাকিয়ে দেখবো তোমার এই দৃশ্য। সমুদ্রের বিশালতার সৌন্দর্য্যে থেকেও আমার কাছে অভাবনীয় অপরূপ সৌন্দর্য্য হচ্ছে তুমি। আজীবন আমি এই সৌন্দর্য্যে দেখে যেতে চাই। সমুদ্রের গা ঘেষে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসবে, সুগন্ধা বিচ চারিদিকে লাল আভায় ঢেকে যাবে,তখন আমি আর তুমি দাড়িয়ে থাকবো বিশাল সমুদের দিকে তাকিয়ে। ঢেউয়ে ঢেউয়ে পায়ের নিচ থেকে বালি গুলো আস্তে আস্তে সরে যাবে আমাকে জড়িয়ে ধরে দাড়িয়ে থাকবে আর অবলিল দৃষ্টিতে দেখবে সূর্যের ডুবে যাওয়া। অবন্তী তুমি ভাবতে পারছো কি চমৎকার স্বর্গীয় অনূভুতি। সন্ধ্যা নেমে এলো,চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হওয়া শুরু করেছে।তুবুও যেন হোটেলে ফিরে যাবার নাম নেই তোমার ।হয়তো আমাকে তুমি চিমটি কেটেই বলবে আসিফ এইটা সপ্ন নয় তো। বিচ থেকে হোটেলর দিকে ফিরে যেতেই চোখে পরবে সী ফুড। দেখতে পাবে হরেক রকমের সামুদ্রিক মাছ।গত কয়েকবছর ধরে কাঁকড়া খাওয়ার জন্য তো আমার মাথাটাই খেয়ে ফেলেছো । আমি শিউর অনেক ধরনের মাছ থাকলেও সব থেকে আগে তোমার চোখ যাবে কাঁকড়া গুলোর দিকেই। তখন যে তোমাকে কন্ট্রোল করা আমার পক্ষে অসাধ্য হয়ে দাঁড়াবে তাতে বিন্ধু মাত্র সন্দেহ নেই। অবশ্য তোমাকে তখন কোনো বাধা দিবো না। তোমার ছোট ছোট পাগলামির মধ্যেই আমি খুজে পাই তোমার সৌন্দর্য্য। এই সৌন্দর্য্য দেখার লোভ আমি কোনোদিন সামলাতে পারবো না এবং পারতেও চাই না। কক্সবাজারের ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে আনারকলি ফলগুলো।গতবার যখন অফিসের গিয়েছিলাম তখন দেখছিলাম ছোট ছোট ছেলেমেয়ে গুলো ফলটির ভিতরে নানা রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে বিক্রি করছিলো। দেখে লোভ সামলাতে পারিনি আমাকে একটা বানিয়ে দিতে বলেছিলাম।বেশ ভালোই লেগেছিলো। নতুন নতুন খাবার ট্রাই করার শখ সেই ছোট থেকেই আর তোমাকে ছাড়া নতুন কোনো জিনিস ট্রাই করে ফেলছি শুনলে তুমি আমাকে আর আস্ত রাখতে না তাই ভয়ে বলিনি কিন্তু ওইদিন বলবো আমি । তোমার কাছ থেকে কিছু লুকিয়ে আমি বেশিদিন রাখতে পারি না ,ভিতরে ভিতরে কেমন যেন একটা অস্বস্তিবোধ থেকে যায় ………… ……….. to be continued....❤️❤️ …….. …….. -আসিফ আবির খান

শেয়ার

Copyright © The Daily Star 2023