আয়শা খানম
আমার প্রিয় মানুষ আমার মা। তার জীবনের কিছুটা সময় বর্ণিল কাটলেও ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারে নেমে আসে অভাব অনটন। নিত্যদিনের চাহিদা মেটাতেই যেখানে ব্যস্ত আমরা, দূরে ঘুরতে যাওয়া যেন আকাশ কুসুম কল্পনা মাত্র। মায়ের পরিভ্রমণের গন্ডিটা তাই ছোটই ছিল বরাবর। আমি নিজেও ছাত্রী। পরিবারের আয়েই চলে পড়াশুনা। অনেক শখ জাগে মাকে নিয়ে একটু ঘুরতে যাব সুন্দর কোথাও,, কিন্তু তা আর হয়ে উঠে না। মেঘের রাজ্য সাজেক যেতে চাই মাকে নিয়ে। মায়ের কোলে মাথা রেখে দেখব, আকাশে মেঘের ছোটাছুটি। আল্লাহর সৃষ্টির অপরূপ দুচোখ ভরে দেখব। মায়ের সব পছন্দের খাবার কিনে দেব। শপিংয়ে গিয়ে মায়ের পছন্দে কিনে দেব শাড়ি... সাজেকের সৌন্দর্য উপভোগ করে মা যেন পাবে জীবনীশক্তি। সংসারের যাতাকল থেকে মাকে দুদিনের জন্য মুক্তি দিয়ে হারিয়ে যাব প্রকৃতির মাঝে....!!!!!!
Copyright © The Daily Star 2023