ভ্রমণপিয়াসু ভালবাসা

মো: ইমরান হোসেন

আমার অর্ধাঙ্গীর সাথে এই ভালবাসা দিবসে ভ্রমণ করতে চাই। জ্যোৎস্নাশোভিত রাত্রে একসাথে দুজন দুজনের হাতটি ধরে সমুদ্রের পাড়ে পা ভিজিয়ে হেটে চলতে চলতে জীবনের গল্প করবো। সমুদ্রের ধারে দুজন একসাথে সূর্য অস্ত দেখবো,এ যেনো অতৃপ্ত বাসনা।ভালবাসার মানুষের সাথে এই অল্প কিছুদিনের পথচলার সূচনায় আরো অনেক পথ চলতে চাই। সমুদ্রের কলকল ধ্বনি শুনবো আর অর্ধাঙ্গীর কন্ঠে মৃদুস্বরের সংগীতে হারিয়ে যাবো আমরা দুজন।ভালবাসা চিরন্তন ও অসীম। যার কোন শেষ নাই,তারই নাম ভালবাসা।

শেয়ার

Copyright © The Daily Star 2023